নেত্রকোনার মদনে নিজ বসত বাড়ির সামনে গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নবদম্পতি। বুধবার (৯ এপ্রিল) বিকাল আনুমানিক ৩ টার দিকে নায়েকপুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলা নায়েকপুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২২) ও তার স্ত্রী মদন পৌরসভার এমদাপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে লিমা আক্তার (১৮)।
প্রায় ৭ মাস আগে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নবদম্পতি।
নিহতের মাতা আদিনা আক্তার জানায়, ঘরে এসে বৌমাকে না পেয়ে, বাড়িতে খুঁজা খুঁজির পরে বাড়ির সামনে পুকুর পাড়ে গিয়ে দেখি গাছের ডালের সাথে আমার ছেলে ও ছেলের বউ একই দড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে।
মায়ের, ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করছেন।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :