পটুয়াখালী বাউফলের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আজ সকালে তার অসুস্থ বাবাকে রেখে চোখের পানি মুছে মুছতে প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা চলাকালীন সময় অসুস্থ বাবা চলে গেছেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেয়ে তাসফিয়া পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় হঠাৎ তার বাবার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে একটি গাড়িতে করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াও সাথে ছিলেন। সেখান থেকে বাবার অনুরোধেই সে পরীক্ষা কেন্দ্রে চলে যায়। এর মধ্যে বাবা মাহবুবুর রহমান মৃত্যু বরণ করেন।
নিহত মাহাবুব কালিশুরী এস.এ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজনরা জানান, অসুস্থ মাহাবুব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মেয়ে তাসফিয়াকে পরীক্ষা কেন্দ্রে নামিয়ে দেন। বাবার অনুরোধেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে মেয়ে। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ে তাসফিয়া কালিশুরী এস.এ ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষার্থী। নিহত মাহবুব একই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :