পটুয়াখালীর বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সূত্রপাত পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য সংগ্রহের সময়, পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ—বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের বাউফল উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দেন বলে অভিযোগ উঠে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাউফলে কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
জিএম মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক, বাউফল রিপোর্টার্স ইউনিটি ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি
মো. জলিলুর রহমান, সভাপতি, বাউফল প্রেসক্লাব ও আমার দেশ প্রতিনিধি
মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, বাউফল প্রেসক্লাব ও মানবকণ্ঠ প্রতিনিধি
মো. অহিদুজ্জামান ডিউক, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব ও মাই টিভির প্রতিনিধি
তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব ও মানবজমিন প্রতিনিধি
এবিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব ও প্রথম আলো প্রতিনিধি
অতুল চন্দ্র পাল, সাবেক সভাপতি, প্রেসক্লাব
বক্তারা বলেন, “৫ আগস্টের পর দেশে বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হলেও সাংবাদিকরা এখনো নিরাপদ নন। একজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে কোনো রাজনৈতিক নেতার হুমকির মুখে পড়া স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। এ ধরনের হুমকি দুঃখজনক ও নিন্দনীয়।”
তারা অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কবির সোহাগের দল থেকে স্থায়ী বহিষ্কার এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :