AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে লেবু বাগানে শ্রমিক খুন ১, আহত ৩


রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে লেবু বাগানে শ্রমিক খুন ১, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেবু বাগান পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছে পাহাড়ি যুবক। এই সময় গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর ভান্ডাজুরি খালের পাশে দুইজ্জা লেমু এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহতরা হলেন একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

এরমধ্যে বুকে গুলি লাগা অংরে মারমার অবস্থা আশংকাজনক। বাকী দু’জনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তুলা ও বিক্রি করে সংসার চালায়। সম্প্রতি লেবু চুরির ঘটনা ঘটে চলেছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় তিনজন ব্যক্তি।

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রকাশ্যে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করেছিলো সন্ত্রাসীরা। এছাড়া রাতের আধারে হামলা চালিয়ে পৃথক স্থানে কয়েকজনকে কুপিয়ে যখম করার ঘটনা ঘটে। সর্বশেষ মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিন দুপুরে নুরুল ইসলাম তালুকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।


এছাড়াও পাহাড়ি অবস্থানরত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে সরফভাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকাটি এখন জনশূন্য বললেই চলে, এই এলাকার বাসিন্দারা উপজেলা এবং চট্টগ্রাম সিটির বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে জীবন যাপন করতেছে বলে জানান নির্যাতিত পরিবার গুলো। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছরে ডজনখানেক মার্ডার, চাঁদাবাজি, ডাকাতির ঘটনায় অতিষ্ঠ স্থানীয়রা, বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এলাকাটি। তারা আরো জানান, প্রশাসন সুনজর দিলেই এই এলাকা থেকে সন্ত্রাস নির্মল হবে। এলাকাটির সাধারণ জনগণের জন্য বসবাসযোগ্য হবে।

খুনের ঘটনায় জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, “স্থানীয় সুত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!