AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে মসজিদ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


সিংগাইরে মসজিদ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বড় বাড়ী শাহী জামে মসজিদ দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায়, মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদের মুতাওয়াল্লী ও সাধারণ সম্পাদক হাফেজ মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এ মসজিদটির পূর্ববর্তী কমিটির সভাপতি কফিলউদ্দিন ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন কোনো হিসাব না দিয়ে নিজস্ব সুবিধার্থে অন্যত্র আরেকটি মসজিদ গড়ে তোলেন। পরবর্তীতে বিএনপি নেতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওয়াকফ স্টেটের নিয়ম লঙ্ঘন করে একতরফাভাবে একটি নতুন কমিটি ঘোষণা করেন তারা। এ সময় দানবাক্সের টাকা ছিনিয়ে নেওয়া এবং মসজিদের নাম পরিবর্তনের অভিযোগও তুলেন তিনি।

জহিরুল ইসলাম আরও জানান, প্রতি শুক্রবার জুমার নামাজের পর সংগৃহীত দান আত্মসাৎ করা হচ্ছে। এমনকি মসজিদের কাচ ভাঙচুর করে নতুন নামে “গাড়াদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ” সাইনবোর্ড লাগিয়ে দেন অভিযুক্তরা।

এ ঘটনায় গত ৮ এপ্রিল আদালতে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন, সহসভাপতি জহিরুল কাইয়ুম, দাতা সদস্য ইউনুস, আবুল হোসেন, হানিফ আলী, মেহের আলী, শামসুদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযোগের বিষয়ে সিংগাইর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিউদ্দিন বলেন, “আমাদের মসজিদের নাম সরকার দলীয় প্রভাব খাটিয়ে পরিবর্তন করা হয়েছে। আমরা আরেকটি অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছিলাম। ৫ আগস্টের পর পুরনো মসজিদে ফিরে এসে সামাজিকভাবে কমিটি গঠন করেছি।” জমি বিক্রি বা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ বলেন, “এ বিষয়ে এখনো কেউ আমাকে অবহিত করেনি। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!