বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ি থেকে সিএনজি চুরি করার সময় শাহাদাত হোসেন (১৯), শাহাদাত হোসেন (২০), একরাম মিয়া (১৯) ও মোহাম্মদ করিম (১৯) নামের চার চোরকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার সময় তাদেরকে চুরি করতে গিয়ে আটক করা হয়। আটককৃতদের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায়। তারা ইউসুফের সিএনজি অটোরিকশা চুরি করার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, চার চোরের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে এবং তারা চুরি করার কথা স্বীকার করেছে।
রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের আদালতে পাঠানো হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :