নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন শরিফুল ইসলাম (৫২) ও আইজুল ইসলাম (৫০)।
ঘটনাটি ঘটে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়।
নিহত শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অচিরের ছেলে এবং আইজুল ইসলামও একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আইজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে, যার ফলে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :