নরসিংদীতে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুল শেখ (২৭) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালা এলাকায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুল শেখ যশোর জেলার অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি পরিবারসহ নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় বসবাস করতেন এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সহকর্মীরা জানান, সন্ধ্যায় বৃষ্টির পর পল্লী বিদ্যুৎ অফিসের সামনের একটি হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় ওয়াহিদুল লাইনে ওঠেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ না থাকার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনে ঝুলে পড়েন। পরে সহকর্মীরা ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন জামাই কামাল মিয়া অভিযোগ করে বলেন,
“ওয়াহিদুল সব ধরনের সুরক্ষা নিয়ে কাজ করতে গিয়েছিল। কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু করে দেওয়া হয়, যার ফলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।”
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান,
“ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের অধিকাংশ অংশই পুড়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন,
“আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। কীভাবে বা কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”
তবে বিদ্যুৎ বিভাগের গাফিলতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :