বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের শ্রীধাম লক্ষীখালী গোপাল সাধু ঠাকুরের সেবাশ্রামে অনুষ্ঠিত হলো ১০৩তম বারুনী স্নানোৎসব ও গোপালচাঁদ মেলা। এতে হাজারো নারী-পুরুষ ভক্ত-পূজারীর মিলনমেলায় অংশ নেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এ উৎসবে ঢাক, ঢোল, কাঁসরসহ নানা বাদ্যযন্ত্রের তালে “হরিবল, হরিবল” ধ্বনিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। এই মিলনমেলায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
ভক্তদের উদ্দেশ্যে কাজী শিপন বলেন, “সাগর সাধুর পরিবারের সঙ্গে আমার ৪০ বছরের নিবিড় সম্পর্ক। আমরা একই সুতায় বাঁধা। ২০০৭ সালে সিডরের পর মানুষ যখন বিপদে পড়ে, তখন সাগর আমাকে এই এলাকায় কাজ করার সুযোগ করে দেন। বিএনপি তখন যেমন সাগর সাধুর পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, জিউধারা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন জোমাদ্দার, শ্রমিকদল সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, বিএনপি নেতা মাসুম ফকির, মৎস্যজীবীদল নেতা লাভলু মুন্সি, উপজেলা মহিলাদলের নেত্রী সাবিনা ইয়াসমিন টুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রীধাম লক্ষীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর জানান, “কাজী খায়রুজ্জামান শিপন সবসময়ই আমাদের পরিবারের খোঁজখবর রাখেন। মেলার সময় তিনি নিজে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে ভালোবাসার বন্ধন গড়েছেন—এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :