AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রীর বিচ্ছেদের দুঃখে প্রবাসী যুবকের আত্মহত্যা


স্ত্রীর বিচ্ছেদের দুঃখে প্রবাসী যুবকের আত্মহত্যা

মানিকগঞ্জের হরিরামপুরে স্ত্রীর বিচ্ছেদের শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক সৌদি প্রবাসী যুবক। শুক্রবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কদমতলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম সুজন মোল্লা (৩২)। তিনি ওই গ্রামের মৃত আফজাল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মোল্লা দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাস থেকে স্ত্রীকে নিয়মিত টাকা পাঠাতেন। তবে সেই টাকা নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে স্ত্রী তাকে তালাক দেন। এই ঘটনা মানসিকভাবে ভেঙে দেয় সুজনকে।

সুজনের মা-বাবা কেউ বেঁচে নেই। তিনি খালার বাড়িতেই বসবাস করতেন। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন, যাতে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের কষ্টের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন,“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!