জামালপুরের ইসলামপুর ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে ইসলামপুর থানা পুলিশ।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠমা এলাকায় জনৈক তাজেলের বসতবাড়ির আঙ্গিনায় জুয়া খেলা অবস্থায় কাঠমা গ্রামের সহিজলের ছেলে সাদুল্লা (৩২), খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবির (৫০), জদু মিয়ার ছেলে সালাম (৪৮), হরফ আলীর ছেলে ছামিউল (৩৫), মফিজ মোল্লার ছেলে ডাবলু (৪৫), জাহেদ আলীর ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত সেকান্দারের ছেলে আব্দুল মোতালেব (৫২), জমশেদ শেখের ছেলে শাজাহান (৪৫), নায়েব আলী মন্ডলের ছেলে জাহিদুল (২৮) এবং পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মৃত মনোহারের ছেলে বিদ্যুৎ (৩৫)কে আটক করে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জমাধি জব্দ করা হয়। এসআই আনোয়ারুল হক বাদী হয়ে আটক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া খেলা নিরোধ আইনের মামলা করেছেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, কাঠমা এলাকায় জনৈক তাজেলের বসতবাড়ির আঙ্গিনায় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :