নড়াইল সদর ও কালিয়া উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসব ঘটনার পেছনে রয়েছে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের।
শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত মুসা সদর উপজেলার দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন মুসা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
এদিকে, একই দিন কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় এবং সংঘর্ষের বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :