নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর বাসস্ট্যান্ড থেকে বাবনাবাজ হয়ে গগনপুর বাজার পর্যন্ত পাকা সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় বাবনাবাজ মোড়ে স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাবনাবাজ গ্রামের কৃতি সন্তান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী, এনজিও ‘রিক’-এর স্থানীয় ব্যবস্থাপক সাজেদুর রহমানসহ আরও অনেকে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর বলেন, “সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ রয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।”
এ বিষয়ে পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হক জানান, “সড়কটি সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।”
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন বলেন, “মানববন্ধনের বিষয়টি আমরা জেনেছি। সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :