ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা ও চুলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পৌর শহরের ঋষিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঋষিপাড়ার মনা দাসের মেয়ে উমা রানী (৩৫) এবং সুশান্ত দাসের স্ত্রী তারা রানী। অভিযানকালে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ কেজি গাঁজা, ৪ লিটার চুলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালাল হোসেন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালানো হয়। অভিযানে দুই নারীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন, "আটক উমা রানী ও তারা রানীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মামলা দুটি দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জালাল হোসেন।"
অভিযানটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এমন অভিযানের প্রশংসা করেছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে মাদক নির্মূলের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :