চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪,৩২০ পিস ভেজাল ড্রিংকস জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাঠপাড়া এলাকায় রত্না সুপার ড্রিংকস নামক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধ ড্রিংকস উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইস্রাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে যথাযথ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত ড্রিংকস উৎপাদন ও বিক্রির নির্দেশ দেওয়া হয়।
এ সময় ৪,৩২০ পিস ভেজাল ড্রিংকস জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :