কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল ও দিঘীরপাড় গ্রামের মধ্যে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল-দিঘীরপাড় বিল এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—
কুড়াখাল গ্রামের:
কামরুল হাসান (৬২),
তার ছেলে হৃদয় সরকার কাজল (৩১),
আলম, সিয়াম, বশির ও ইমরান।
দিঘীরপাড় গ্রামের:
সজীব মুন্সি (৩৫),
হৃদয় কাজী (২৩),
জুয়েল কাজী (২৩),
বশির মুন্সি (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াখাল গ্রামের কামরুল হাসান তার কয়েকটি ছাগল নিয়ে কুড়াখাল-দিঘীরপাড় বিলের ফাঁকা জমিতে ঘাস খাওয়াতে যান। এ সময় দিঘীরপাড় গ্রামের সজীব মুন্সি অভিযোগ করেন, কামরুল তার জমির ঘাস ছাগলের মাধ্যমে খাওয়াচ্ছেন এবং কেটে নিচ্ছেন। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি এবং পরে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে কামরুল হাসান, তার ছেলে হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় সজীব মোবাইল ফোনে নিজ গ্রাম থেকে লোকজন ডেকে আনেন, অপরপক্ষও লোকজন নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।
কামরুল হাসান অভিযোগ করেন, “ছাগল নিয়ে ফাঁকা জমিতে ঘাস খাওয়াতে গেলে সজীব মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে। পরে আরও লোক ডেকে এনে আমাদের উপর হামলা চালায়।”
অপরদিকে সজীব মুন্সি বলেন, “আমি নিজ খরচে ঘাস খেত করেছি। প্রতিদিন কেউ না কেউ কেটে নিয়ে যায়। ওইদিন ছাগল দিয়ে আমার জমির ঘাস খাওয়ানো হচ্ছিল। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে আসে। নিজেকে বাঁচাতে আমিও লোকজন ডেকে প্রতিহত করি।”
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :