AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৭:০৫ পিএম, ১২ এপ্রিল, ২০২৫
ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের বদলি আদেশ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন ক‌রেন সর্বস্ত‌রের জনগন। শ‌নিবার (১২ এপ্রিল) সকা‌ল দশটায় পৌর শহ‌রের শহীদ মিনার সম্মুখ সড়‌কে ঘন্টাব‌্যাপী মানববন্ধ‌নে উপ‌জেলা শিক্ষক সমাজ, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র, ব‌্যবসায়ীসহ সহাস্রা‌ধিক মানুষ অংশ নেয়।

সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ এর সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন উপজেলা বিএনপি‍‍`র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন ফারাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, বাংলাদেশ জামাতে ইসলামীর পৌর আমির মীর মালিক, ইসলামী আন্দোলনের প্রতিনিধি ইসাহাক, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, মঠবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি মিজানুর রহমান মিজু,  সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

শিক্ষক নেতা রা‌সেদ আহ‌মেদ ব‌লেন, মঠবাড়িয়ায় ভালো কোন অফিসার বেশি দিন থাকে না। বিভিন্ন সময় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যেটি প্রতিরোধে ইতোমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন। বাকি কাজগুলো সম্পন্ন করতে ইউএনও স্যারের কোনো বিকল্প নেই। তার মতো সৎ অফিসার উপজেলায় অন্তত আরও দুই বছর থাকা দরকার। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

মঠবা‌ড়িযা প্রেসক্লা‌বের সভাপ‌তি মিজানুর রহমান মিজু বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থেই দুর্নীতিমুক্ত করতে প্রশাসনে তার মতো জনবান্ধব কর্মকতা ভীষণ প্রয়োজন। তার অসাধারণ সততা, বিচক্ষণশীলতা এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে মঠবাড়িয়া উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখতে তাকেই খুবই প্রয়োজন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমকে গলাচিপা উপজেলায় ইউএনও হি‌সে‌বে বদলী করা হয়। এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়া উপজেলায় দফায় দফায় কর্মসূচি দেয় স্থানীয়রা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!