নওগাঁর বদলগাছীতে কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে এক বিজিবি সদস্য ও এক ছাত্রদল নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতের পূর্বভাগে ডিবির একটি বিশেষ দল কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—
মো. ফরিদ হোসেন (৩২), পিতা মৃত সেকান্দার মন্ডল, পেশায় বিজিবি সদস্য।
খায়রুল সরকার (৩০), পিতা সিরাজুল সরকার, পরিচয় দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে।
ডিবি সূত্রে জানা যায়, আটক দুই প্রতারক পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক চাকরি প্রার্থীর অভিভাবকের সঙ্গে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন। তারা ওই প্রার্থীর কাছ থেকে ৩টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও ৩টি ১০০ টাকার মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতারণার পরিকল্পনা করেন।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
৩টি স্বাক্ষরিত ফাঁকা ব্যাংক চেক
৩টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প
আরও ৬টি সন্দেহভাজন ফাঁকা চেক
৯টি অতিরিক্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্প
নওগাঁ ডিবির ওসি আব্দুল মান্নান বলেন, “আটকদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফাঁকা চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
এদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, “চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও মেধা-যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। চাকরির প্রলোভনে পড়ে কেউ যেন প্রতারকদের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :