চা শিল্পাঞ্চলের চা শ্রমিক জনগোষ্ঠীরা নানা আয়োজনের মধ্যদিয়ে ‘ফাগুয়া উৎসব-২০২৫ উদযাপন করেছে। শনিবার শনিবার (১২ এপ্রিল) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসব পালিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উৎসবে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
আরও বক্তব্য দেন বালিশিরা চা বাগানের ডিজিএম মোঃ সালাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অনিল তন্তবায়, চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক প্রমুখ। উৎসবে আগত চা শ্রমিক শিল্পীরা নাচ, গান আর নানান উপস্থাপনায় চা বাগানের ইতিহাস-ঐতিহ্যসহ তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন এবং উপস্থিত সবাই একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দে মেতে ওঠেন।
উৎসবে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফিনলে টি কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চা শ্রমিক সংগঠনের নেতৃব্দৃসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :