ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে এবং স্থানীয় ব্যবসায়ীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে থানা মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেরাবাজার মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা “ফ্রি ফিলিস্তিন”, “ইসরায়েল নিপাত যাক”, “ইসরায়েলি পণ্য বর্জন করুন” প্রভৃতি স্লোগানে শহর মুখরিত করে তোলে।
মিছিল শুরুর আগে আয়োজিত প্রতিবাদ সভায় জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাহাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন:
জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ,
শহর বিএনপির নেতা মামুনুর রশিদ পলাশ,
বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন,
তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি শফিউল আলম চাঁন,
এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "ইসরায়েলের বর্বর হামলা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :