AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালিয়ে গেলেন স্বামী


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:৫২ পিএম, ১৩ এপ্রিল, ২০২৫
স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালিয়ে গেলেন স্বামী

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে রোববার (১৩ এপ্রিল) দুপুরে শিবপুর থানার ভর‌তের কা‌ন্দি গ্রামের বসত ঘর হতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে কোনো একসময় স্ত্রী খাদিজা আক্তার (৩৫) কে গলাটিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙ্গে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতাল ম‌র্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার সাথে তার স্ত্রী খাদিজা আক্তার এর পারিবারিক কলহ চলছিল। এ কলহের জেরে শনিবার রা‌তের কোন এক সময় স্ত্রীকে গলা‌টি‌পে হত‌্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে স্বামী তারেক মিয়া পা‌লি‌য়ে যায় বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর হতে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!