চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে দামুড়হুদা বাজারে অভিযান চালিয়ে মেসার্স তারিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় এই জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, “দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বেকারির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।”
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :