সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের বড়গোঁজা মাঝিপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা গোলবার হোসেন কর্তৃক মিথ্যা অপপ্রচার ও হয়রানিমূলক মামলার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলহাজ কবির।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে নিজ এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার পৈতৃক ৭৩ শতাংশ জমি দীর্ঘ ৫৭ বছর ধরে গোলবার হোসেন অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। জমির বৈধ দলিলপত্র দেখিয়ে জমি পুনরুদ্ধারের চেষ্টা করায় তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এবং মামলার পাঁয়তারা করা হচ্ছে।
আলহাজ কবির বলেন, “সংবাদের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের যেভাবে জড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার পরিবারের পাশাপাশি গ্রামের মাতব্বরদেরও মিথ্যাভাবে জড়ানো হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও ইউনিয়নের সাবেক সদস্য হাবিবুর রহমান হবি। তারা বলেন, জমি নিয়ে বিরোধটি দীর্ঘদিন ধরেই রয়েছে এবং সেটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল। কিন্তু প্রভাব খাটিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এসময় সলঙ্গা অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি কাবলু মিয়াসহ দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সঠিক তদন্ত করে জমি নিয়ে সৃষ্ট বিরোধের সুষ্ঠু সমাধান দাবি করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :