মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য মুন্সী মিরান হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, ৩০ মার্চ ঈদের আগের রাতে নাকোল মল্লিকপাড়া জামে মসজিদের হিসাব নিয়ে তর্কের জেরে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জামিরুল মুন্সীর অনুসারীরা মিরান হোসেনকে লাঠিসোঠা দিয়ে মারধর করে। পরে গুরুতর আহত মিরান ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ৫ এপ্রিল রাতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান।
এই ঘটনায় নিহতের স্ত্রী টুম্পা পারভীন কেয়া ১০ এপ্রিল শ্রীপুর থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেন। তবে, বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত অপরাধীদের বাইরে গিয়ে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা হাফিজ মেম্বর, মহব্বত হোসেন ও প্রিন্সের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার বাতিল ও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এলাকায় এসে মানববন্ধনে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার। বক্তব্য রাখেন—বদরুল আলম হিরো, মুন্সী রেজাউল করিম, মাসুদ মজুমদার, শরিফুল ইসলাম সাচ্ছু, মিয়া ছমিরুল ইসলাম, শাহ আলম তুফান, মুন্সী ইয়াছিন আলী সোহেলসহ অনেকে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, “হত্যা মামলায় একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের ময়নাতদন্ত রিপোর্ট পেলে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :