AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১১:৩৫ এএম, ১৪ এপ্রিল, ২০২৫
মাদারগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকা থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ। রঙ-বেরঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের খরকা হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিনসহ আরও অনেকে।

এদিকে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার সকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ তিন শতাধিক নেতা-কর্মী।

 

 


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!