বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা, ওসি মো. মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ আলী মোল্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে ইউএনও তাসনিম আক্তার বলেন, “আপনার সন্তান স্কুল-কলেজে গিয়ে কী করছে, সন্ধ্যার পর সে কোথায় থাকে—এসব খোঁজখবর রাখা অভিভাবকদের কর্তব্য। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে, তাদের প্রতি যত্নশীল হওয়া জরুরি।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :