AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব ও আনন্দ শোভাযাত্রা


গলাচিপায় বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব ও আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসব।

সোমবার (১লা বৈশাখ) সকাল ৮টায় গলাচিপা অফিসার্স ক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের উপকরণ হাতে নিয়ে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

নব সাজে, নব রূপে সবাই একসাথে অংশ নিয়ে বর্ষবরণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাসিম রেজা, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হাসান মিল্টনসহ গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা শোভাযাত্রায় অংশ নেন।

গলাচিপা উপজেলা বিএনপির উদ্যোগেও আলাদা বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গলাচিপা-দশমিনা উপজেলার জনপ্রিয় নেতা মো. হাসান মামুন। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগেও পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।

 


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!