AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়রা-পাইকগাছা ইসলামী আন্দোলনের উর্বর ভূমি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার


Ekushey Sangbad
ইকবাল হোসেন, কয়রা, খুলনা
০২:১৭ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫
কয়রা-পাইকগাছা ইসলামী আন্দোলনের উর্বর ভূমি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ঢাকাস্থ কয়রা-পাইকগাছাবাসীর অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে সাভারের বিরুলিয়া কৃষিবিদ সিটিতে কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহাম্মদ এমরান হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসলামী আন্দোলনের ভাইদের পারস্পরিক বন্ধন ইস্পাতের মতো মজবুত। আমরা নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য ও ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করছি। ঈদ পরবর্তী এ পুনর্মিলনী ঢাকায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীর মধ্যে পারস্পরিক চেনাজানা ও সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে।
জন্মস্থান থেকে জীবিকার তাগিদে শহরমুখী হলেও, ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে আমাদের নিজ এলাকায় ফিরে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে হবে। কয়রা-পাইকগাছা ইসলামী আন্দোলনের উর্বর ভূমি। এই ভূমিকে রক্ষা করা এখানকার জনগণের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম ঢাকাস্থ দক্ষিণ বঙ্গের মানুষের কল্যাণে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ কয়রা-পাইকগাছার মানুষ যেন এই ফোরামের মাধ্যমে সর্বাত্মক সহায়তা পায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
মহান আল্লাহর রহমতে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব সংসদে উত্থাপন করবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের আহ্বায়ক জনাব আব্দুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. মোহতারাম বিল্লাহ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন—

  • ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী প্রকাশনা সম্পাদক স. ম. আব্দুল্লাহ আল মামুন

  • কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সদস্য মো. ফোরকান আলী ও মোস্তফা আল মাদানী

  • ইসলামী ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব বিপিএমডি মো. মজনুজ্জামান

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান

  • বাংলাদেশ সচিবালয়ের যুগ্ম সচিব মো. আশরাফ হোসেন

  • ঢাকাস্থ কয়রা সমিতির সভাপতি এস এম মোমতাজুল ইসলাম

  • অ্যাডভোকেট লিয়াকত, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম

  • মাওলানা মিজানুর রহমান, এস এম হাসানুজ্জামান প্রমুখ।

সমাপনী বক্তব্যে আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগপ্রবণ কয়রা-পাইকগাছার অসহায় মানুষ ঢাকায় এসে যেন দিশাহীন না হন, সেই লক্ষ্যে ফোরাম কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি সহায়তা, কর্মসংস্থানের সুযোগ তৈরি, ও ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফোরামের সদস্য ইয়াছিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট শাহীনুর রহমান, শাহীন বাশারসহ অর্ধ-সহস্রাধিক কয়রা-পাইকগাছাবাসী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কাশেম ও মাওলানা মুজাহিদুল ইসলাম। ইসলামিক সংগীত পরিবেশন করেন মো. মিজানুর রহমান। বিকেলে টাইফুন শিল্পীগোষ্ঠীর আয়োজনে এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!