AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরীক্ষায় বই দেখে লেখায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি


Ekushey Sangbad
নলছিটি উপজেলা, ঝালকাঠি প্রতিনিধি
০২:৩৯ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫

পরীক্ষায় বই দেখে লেখায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি

ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠী জি.আর. মাধ্যমিক বিদ্যালয় এসএসসি (কারিগরি) পরীক্ষাকেন্দ্রে বই দেখে পরীক্ষা দেয়ায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার এবং আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষার সময়। পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীকে বই দেখে উত্তর লেখার সময় হাতেনাতে ধরে ফেলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। ঘটনার প্রেক্ষিতে চার পরীক্ষার্থীকে চলমান পরীক্ষার বাকি অংশ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া পরীক্ষার নিয়ম ভঙ্গ করে শিক্ষার্থীদের সহায়তা করার অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্র সচিব ফিরোজ আলম এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে অবহিত করেছেন।

নলছিটি ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, “শিক্ষার মান নিশ্চিত করতে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। কোনো পরীক্ষাকেন্দ্রে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!