AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করলো শেরপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা


৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করলো শেরপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা

‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’—এ শ্লোগানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌক্তিক ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাহাজাদা আহম্মেদ জীবন, নাজমুল হাসান, শরীফ আহম্মেদ, আরকানসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের "অবৈধ" পদোন্নতির হাইকোর্টে দায়েরকৃত রিট বাতিলের দাবি জানান। তারা বলেন, ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন, মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা, এবং ২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করতে হবে। সেইসঙ্গে বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনেরও আহ্বান জানান তারা।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল
২. বিতর্কিত নিয়োগবিধি সংশোধন
৩. অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুতি
৪. পদবি পরিবর্তন
৫. কারিগরি শিক্ষা খাত সংস্কার
৬. হাইকোর্টের রিট বাতিল

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়োগপ্রক্রিয়া ও পদোন্নতিতে অস্বচ্ছতা এবং অসঙ্গতির কারণে কারিগরি শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দাবি মেনে না নেওয়া হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!