ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসী গ্রামে রীনা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার স্বামী কোরবান (২৫) কে সন্দেহভাজন হিসেবে আটক করেছে থানা পুলিশ।
রীনা বেগমের বাড়ি নীলফামারী জেলায়, এবং তার স্বামী কোরবান একই জেলার বাসিন্দা। তারা বোয়ালমারীর সোতাসী গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন এবং স্থানীয় বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রীনা বেগম স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু কোরবান তাকে না নিয়ে একা বাইরে চলে যান। সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরে স্বামী কোরবান দেখতে পান, রীনা ঘরের রুয়ার (ধরার কাঠামো) সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় নামানো হলে দেখা যায় তিনি মারা গেছেন।
খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্বামী কোরবানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, “আত্মহত্যার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি এবং স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।”
মঙ্গলবার রীনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে কোরবানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :