AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় কুপিয়ে জখমের দুদিন পর যুবকের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০৩:৪৫ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫
চুয়াডাঙ্গায় কুপিয়ে জখমের দুদিন পর যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা শহরে নিপুন কুমার সাহা (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার দুই দিন পর তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ১২ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নিপুন সাহা।

নিপুন কুমার সাহা শহরের বড়বাজার পাড়ার কৃষ্ণপদ সাহার ছেলে। তিনি বর্তমানে শহরের টাউন ফুটবল মাঠ এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার সূত্রে জানা যায়, ১১ এপ্রিল রাতে শহরের ফেরিঘাট রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তরমুজ বিক্রেতা আমিনুল ইসলাম ও বৈদ্যুতিক মিস্ত্রি রুবেল কুপিয়ে জখম হন। ওই ঘটনার জের ধরেই ১২ এপ্রিল রাতে টাউন ফুটবল মাঠের সামনে নিপুন সাহাকে একা পেয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!