চট্টগ্রামের বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে শুরু হওয়া এ উৎসব ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।
জাতীয় সংগীত ও বর্ষবরণের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর একে একে মঞ্চে স্থান পায় দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, গীতিনাট্য, মোড়ক লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো জনপ্রিয় ও মনোমুগ্ধকর পরিবেশনাগুলো।
উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন ও আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ, স্কাউট প্রতিনিধি পূজন, মো. জসিম উদ্দিন এবং বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।
শিক্ষক সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :