বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ শোভাযাত্রা আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে শোভাযাত্রাটি মুকসুদপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, পশারগাতী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. সোয়েবুর রহমান সালমিন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সি, আব্দুল আউয়াল ফকির, ফিরোজ মৃধা, চিন্তা হরণ মণ্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সি, যুগ্ম সম্পাদক আব্দুল হক, নিয়ামুল হাসান মনির, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক এম. ওহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শামচু মিয়া, সাহিদ সরদার, মো. রুস্তম মোল্লা, মো. টুকু শেখ, মো. ওলিয়ার রহমান মুন্সি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন মুন্সি, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম রুবেল, প্রচার সম্পাদক শরিফুল রোমান, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন ও এম. মিঠু লস্কর, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোরাদ মল্লিক, পৌর শ্রমিক দলের সভাপতি মো. শেখ সুবেল।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মো. জুবায়ের মাতুব্বর, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মো. শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মো. মহাসিন মোল্যা এবং সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব আহমেদ দিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :