ঝালকাঠির রাজাপুর উপজেলায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার দ্বিতীয় দিনে গণিত পরীক্ষা চলাকালে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় গণিত পরীক্ষা শুরুর পর রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—একজন ছাত্র ও একজন ছাত্রী। তারা মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় ও লেবুবুনিয়া আদর্শ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “জেলা ভিজিল্যান্স টিমের সদস্য ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে হাতেনাতে নকলসহ ধরা পড়ায় ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :