AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ৯ শিক্ষক বহিষ্কার


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
১২:৩৭ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
মোরেলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ৯ শিক্ষক বহিষ্কার

বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষার নীতিমালা ভঙ্গের দায়ে ৯ জন শিক্ষককে দুই বছরের জন্য বহিষ্কার করেছে পরীক্ষা পরিচালনা কমিটি। মঙ্গলবার (১৩ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০১, ১১০ ও ২১০ নম্বর কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকরা পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ নিজেই ভিজিল্যান্স টিমসহ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব অনিয়মের প্রমাণ পান।

১০১ নম্বর কক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যায়। ১১০ ও ২১০ নম্বর কক্ষে শিক্ষার্থীদের ব্যাগের মধ্যে বিষয়ভিত্তিক বই, মোবাইল ফোন এবং টেবিলের ওপর খাতা পাওয়া যায়, যা পরীক্ষার নিয়ম পরিপন্থী। এ ঘটনায় কক্ষ পর্যবেক্ষকদের ২০২৫ ও ২০২৬ সালের সকল পাবলিক পরীক্ষা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষকদের তালিকা:

  • মো. মাসুম বিল্লাহ – সহকারী শিক্ষক, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়
  • নিমাই চন্দ্র রায় – সহকারী শিক্ষক, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়
  • শাহনাজ – সহকারী শিক্ষক, জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়
  • তাপস মজুমদার – সহকারী শিক্ষক
  • শহিদুল ইসলাম – সহকারী শিক্ষক
  • সোহেলী পারভিন – সহকারী শিক্ষক
  • কলি দেবনাথ – সহকারী শিক্ষক, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়
  • নাসির উদ্দিন খান – সহকারী শিক্ষক, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়
  • সফরুল ইসলাম – সহকারী শিক্ষক, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়

আজকের পরীক্ষায় মোট ৪৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!