ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গাছ থেকে পড়ে আবুল কালাম জমাদ্দার (৬০) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তেরপশারীবুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত নুর মোহাম্মদ জমাদ্দারের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী রেনু বেগম জানান, দুপুরে আবুল কালাম লাকড়ি কাটার উদ্দেশ্যে একই গ্রামের মামা বাড়ি, সাবেক প্রধান শিক্ষক সোহরাব হোসেন ফারুক মাস্টারের বাড়ির বাগানে যান। দুপুরে খাবার খেতে না আসায় স্বামীকে খুঁজতে যান রেনু বেগম। একপর্যায়ে বাগানের গাছের নিচে অচেতন অবস্থায় আবুল কালামকে পড়ে থাকতে দেখা যায়।
তাকে তাৎক্ষণিকভাবে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :