জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ২নং ফুলবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য অর্থ প্রদান করা হয়েছে। ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের অনুরোধে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমানের মাধ্যমে ওই কবরস্থানের নামে ৪ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেন।
ফুলবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের সাধারণ সম্পাদক আলহাজ মতিউর রহমান বলেন, এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে এ কবরস্থান নির্মাণ করেছি। এই প্রথম কবরস্থানের উন্নয়নের জন্য চেয়ারম্যান আনিসুর রহমানের মাধ্যমে সরকারীভাবে বরাদ্দ পেলাম। তিনি এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, এডিবি প্রকল্প থেকে কবরস্থানের বাউন্ডারি নির্মাণের জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে। বিগত সময়ে এলাকাবাসী কোন বরাদ্দ পায়নি। এ সময় অন্যদের মধ্যে- কবরস্থানের সহ সভাপতি সেলিম রেজাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :