AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে বিক্ষোভ ও গণজমায়েত অনুষ্ঠিত


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০২:৩৮ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে বিক্ষোভ ও গণজমায়েত অনুষ্ঠিত

চীনের অর্থায়নে প্রস্তাবিত ১ হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক এলাকায় এ গণজমায়েত হয়। এতে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শেরে বাংলা পার্কে এসে শেষ হয়। এরপর পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে এবং জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান।

বক্তারা বলেন, “পঞ্চগড় জেলার ৫টি উপজেলার মানুষ চিকিৎসা সেবার জন্য আধুনিক সদর হাসপাতাল ছাড়া আর কোনো বিকল্প স্থানের উপর নির্ভর করতে পারে না। তবে সদর হাসপাতালে চিকিৎসা সেবার পরিমাণ ও মান হতাশাজনক হওয়ায় অধিকাংশ রোগীকেই রেফার করা হয় রংপুর বা ঢাকায়, যা দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবে সাধারণ মানুষকে কষ্ট দেয়।”

তারা আরও বলেন, “পঞ্চগড় সীমান্তবর্তী একটি জেলা হলেও, এখানে এখনও উচ্চমানের চিকিৎসা সেবার অভাব রয়েছে। তাই মেডিকেল কলেজ হাসপাতাল পঞ্চগড়ে স্থাপন করা সময়ের দাবি। যতদিন পর্যন্ত এ দাবি বাস্তবায়ন না হবে, ততদিন আন্দোলন চলবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে এই দাবির পক্ষে জনমত গড়ে উঠেছে বলে জানান আয়োজকরা।

গণজমায়েতে বক্তব্য রাখেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাগপার সহ-সভাপতি নয়ন মাস্টার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি মাহফুজুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় শাখার সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ।

গণজমায়েতটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!