“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চাই সুস্থ দেহ, দৃঢ় মনোবল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার বি.এন. খান ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় কলেজ মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ রফিকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন এবং কলেজ এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উজিরপুর বন্দর কমিটির সভাপতি মোঃ সামশুল হক সিকদার, বিএনপি নেতা মামুন সিকদার, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ‘জুলাই ছাত্র আন্দোলনে’ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শপথ বাক্য পাঠ, বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও মোঃ আলী সুজা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :