কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাড়ির উঠানে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে তিন নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মঞ্জুর নগর (মেঘনার পাড়) এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন—পান্না বেগম (২০), কনা বেগম (৩০) এবং নাম না জানা একজন (৬০)। তিনজনই একই গ্রামের বাসিন্দা।
আহত পান্না বেগম স্থানীয় কৃষক বাবলু মিয়ার স্ত্রী, কনা বেগম আব্দুর রহমানের স্ত্রী এবং অজ্ঞাতপরিচয় নারীর স্বামী আক্কাছ মিয়া বলে জানা গেছে। গুরুতর আহত পান্না বেগমকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে ধান শুকাতে দেন তিন নারী। এ সময় আকাশে হঠাৎ মেঘ জমে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তড়িঘড়ি করে ধান ঘরে তুলতে গেলে হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই আহত হন।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, “ঘটনার বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আহতদের পরিচয় নিশ্চিত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা নিশ্চিত করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :