নওগাঁয় ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল একপ্রকার অচল হয়ে পড়ে।
জানা গেছে, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী সকাল থেকেই বিক্ষোভে অংশ নেন। সড়ক অবরোধের ফলে দূরপাল্লার কোচ, আন্তঃজেলা বাস এবং সিএনজি অটোরিকশা আটকে পড়ে, যার ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে হাইকোর্টের একটি রায় বাতিল করা—যার মাধ্যমে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারা এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, এখনই রায় কার্যকর না করার দাবি জানান।
এছাড়াও, তারা অভিযোগ করেন ২০২১ সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের অব্যাহতি দেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
এর আগে ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত তাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :