মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংঙ্গার চর ইউনিয়নের ভাটের চর নতুন রাস্তা ও ভবের চর ইউনিয়নের আনারপুরা এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা ও ঢালাই কারখানায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা এসব কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিল। এতে তিতাস গ্যাসের বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি জননিরাপত্তা হুমকির মুখে পড়ে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ। অভিযান পরিচালনায় সহায়তা করেন সোনারগাঁয়ের মেঘনা ঘাট জোনাল অফিস ও আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এবং তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের একটি দল। এছাড়াও স্থানীয় পুলিশ বাহিনী নিরাপত্তা নিশ্চিত করে।
অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত কারখানাগুলো আগেও একাধিকবার উচ্ছেদের শিকার হয়েছিল। কিন্তু তারা বারবার স্থান পরিবর্তন করে নতুন করে অবৈধভাবে কারখানা স্থাপন করে আসছিল।
উপজেলা প্রশাসন একাধিকবার ভূমি মালিকদের নোটিশের মাধ্যমে সতর্ক করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং গ্যাস সংযোগ নিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে অধিক মুনাফা অর্জন করে আসছিল একটি চক্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ বলেন, "অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ করা হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :