AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধান কাটার সময় বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:৫২ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
ধান কাটার সময় বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মোঃ শুক্কুর আলী (৪৫)। প্রতিদিনের মতো আজও ধান কাটতে মাঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায় ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে শুকুর আলীর পকেটে থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। বজ্রপাত ও মোবাইল বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার আশপাশে থাকা আরও চার-পাঁচজন শ্রমিক অক্ষত থাকলেও তারা আতঙ্কিত হয়ে পড়েন।

নিহত শুক্কুর আলীর স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছেন। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের বাড়িতে ছুটে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি বজ্রপাতের সময় কৃষকদের মাঠে যেতে বারন করেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!