নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চন্ডীতলা বিল থেকে রেদওয়ান (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। নিহত রেদওয়ান বন্দর উপজেলার বাগবাড়ী এলাকার কাবিলার মোড়ের বাসিন্দা শাহজাহান খলিফার ছেলে। তাঁর গ্রামের বাড়ি বরিশালে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয়রা বিলের পানিতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :