AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৭:১৫ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
মদনে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নেত্রকোনার মদন উপজেলার বারবুড়ি গ্রামের একটি মসজিদের ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক-এর বিরুদ্ধে। এ অভিযোগের প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মসজিদের সামনে এলাকাবাসী মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বারবুড়ি গ্রামের মসজিদের টাকা নিয়ে বিরোধ দেখা দিলে, উপজেলা চেয়ারম্যানের পরামর্শে ১ লাখ ৫৫ হাজার টাকা গচ্ছিত রাখা হয় বদরুজ্জামান শেখ মানিকের নিকট। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি সেই টাকা মসজিদ কমিটির কাছে ফেরত দিচ্ছেন না। বরং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম ব্যবহার করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম, নূরুল হক, স্বপন মিয়া ও সাফায়েত উল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে মসজিদের টাকা আটকে থাকায় মসজিদের সংস্কার কাজ করা যাচ্ছে না। এমনকি ইমামের বেতনও বকেয়া পড়ে আছে। স্থান সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে শুক্রবারে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হচ্ছে।”

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “আমি সদ্য এখানে যোগদান করেছি। এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!