কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্ম থেকে তাসলিমা ও তানিয়া নামে দুই নারী মাদককারবারীকে ৬ কেজি গাঁজাসহ আটক করে রেলওয়ে পুলিশ।
বুধবার ( ১৬ এপ্রিল) দুপুর ১২টার সময় ভৈরব রেলওয়ে স্টেশনে ২নং প্লাটফর্ম থেকে তাদের কে আটক করা হয় । আটককৃতরা তাসলিমা বেগম (৩৫) হবিগঞ্জ জেলার, মাধবপুর থানার, কৃষপুর গ্রামের মগবুল হোসেনের স্ত্রী ও তানিয়া (১৯) বেগম তাড়া একই উপজেলা জয়োন্ত পুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফম গিয়ে তাদেরকে দেখতে পেয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে মাদক থাকার কথা অস্বীকার করে পরে তাদের সাথে থাকা একটি ব্যাগ চেক করলে ব্যাগের ভিতরে কসটেপ মোড়ানো তিন বান্ডেল ৬কেজি গাঁজা পাওয়া যায় ।
এ সময় দুই নারী মাদককারবারী ভৈরব থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেছিল । পরে দুই নারীকে আটক করে রেলওয়ে থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, আকটকৃত দুইনারী আসামীদের বিরুদ্ধে মামলা রজু করা করে তাদের কে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :