চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যানে করে ছাগল চুরির সময় দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই খাশি ছাগল ও একটি পাখিভ্যান জব্দ করা হয়।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামের লতিফ মিয়ার ইটভাটার সামনে থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন—উথলী গ্রামের ফার্মগেটপাড়ার আসাদুল হকের ছেলে রিফাত হোসেন (১৯) এবং একই গ্রামের মালোপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (১৯)।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (পিপিএম-সেবা) এর নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এবং শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনন্তপুর এলাকা থেকে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় চোরদের হাতেনাতে আটক করা হয়।
ঘটনার পর তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :