AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শঙ্কর মঠের মানবিক সহায়তা বিতরণ


চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শঙ্কর মঠের মানবিক সহায়তা বিতরণ

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি হিন্দু-মুসলিম পরিবারকে সহায়তা প্রদান করেছে সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শঙ্কর মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ অগ্নিকাণ্ডস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ, বস্ত্র এবং খাদ্যসামগ্রী তুলে দেন।

সহায়তার মধ্যে ছিল: নগদ টাকা, শাড়ি, ধুতি, চাল, ডাল, মুড়ি, চিড়া, মিষ্টি, আলু, তেল, গুড়, হলুদ, মরিচ ও লবণ।

এ সময় উপস্থিত ছিলেন— শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ সাজু ব্রহ্মচারী, ফটোসাংবাদিক প্রদীপ কুমার শীল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মহানগর শাখার সহ-সম্পাদক দিলীপ কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার শীল এবং প্রচার সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল প্রমুখ।

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে মঠের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ বলেন, “মানবিক বিপর্যয়ের এই সময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

উল্লেখ্য, গতকাল ১৫ এপ্রিল ভোরে মালিপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬টি সেমিপাকা ও কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়, যার ফলে কয়েকটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!