AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বজ্রপাতে গুরুতর আহত পিতা-পুত্র


শ্রীমঙ্গলে বজ্রপাতে গুরুতর আহত পিতা-পুত্র

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (১৬ এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরে দুপুরের দিকে এঘটনা ঘটে।

আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের নয়ানশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) তাঁর ছেলে সাইদুল (২২)।

স্থানীরা জানান, সকালে শফিক মিয়া ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে হাওরে থাকা প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে শফিক মিয়াকে ভর্তি করে তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বর্তমানে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান।

তারা আরো জানান, বজ্রপাত সরাসরি তদের উপর না পরলেও সাইদুলের গলায় রুপার একটি চেইন থাকায় সেটাতে বিদ্যুতায়িত হয়ে গলার চেনটি গলে চামড়া পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!